আমিনুল ইসলাম ঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার পৌর ৬নং ওয়ার্ডের শ্রীপুর মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা যায়, ওই বাড়ির মাঝখানে পল্লী বিদ্যুতের খুটি থেকে এ অগ্নি সংযোগ ঘটে। এতে আব্বাস উদ্দিন, সোহাগ মিয়া, আবু তাহের ও বাহার মিয়ার মোট ৭টি ঘর ভস্মীভুত হয়। এতে প্রায় ২১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নি সংযোগের পর মূহুর্তেই ওই ৭টি ঘর পুড়ে যাওয়ার পর দমকল বাহিনী এসে বাকি ৫ ঘর রক্ষা করতে সক্ষম হয়। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের যথেষ্ঠ খামখেয়ালী রয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ সোহাগের পুত্র মিনহাজ জানায়, ১৫দিন পূর্বে ওই খুঁটিতে বিপদজনক সংযোগ থাকায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লাইনটি বিচ্ছিন্ন করে। ওই সময় আমাদের লাইনটি অন্য মিটারের লাইনের সাথে সংযোগ ঘটিয়ে কস্টেব পেঁচিয়ে দেয়। তখন তাদেরকে শতবার নিষেধ করার পরও তারা তাদের কাজ বহাল রাখে। আর ওই তারের র্স্পাক থেকে ঘটে অগ্নিসংযোগ। একই বাড়ির নজরুল ইসলাম মাস্টারের পুত্র মোহাম্মদ মিয়া জানায়, ঘটনার সাথে সাথে বিদ্যুতের অনুসন্ধান বিভাগকে বিদ্যুৎ লাইন বন্ধ করার অনুরোধে শতবার ফোন করেও কাউকে পাওয়া যায়নি। তাদের গাফিলতি আর খামখেয়ালির দরুন ৪টি পরিবার আজ পথে বসতে বসেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, অগ্নি সংযোগের ঘটনায় ওই চারটি পরিবারের আর কিছুই থাকলো না। আগুনের লেলিহান এতোটাই প্রখর ছিলো যে, তারা তাদের জীবন নিয়ে বেরিয়ে আসতে পেরেছে। এলাকাবাসী উদ্ধার অভিযানে নামার সাহস পায়নি- বিদ্যুৎ থাকার কারনে। ওই সময় বিদ্যুতের খুঁটিতে ধাউ-ধাউ করে আগুন জ্বলছিল। যথাসময়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার হলে এমন ভয়াবহ অগ্নিকান্ড ঘটতো না। এ ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ একক ভাবে দায়ী বলে তারা মনে করেন।
ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার লোকের সমাগম ঘটে ওই বাড়িতে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক মামুন, পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগের আহবায়ক শাহ মোঃ এনামুল হক কমলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছুটে আসেন। উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে সার্বিক-আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।