সংবাদদাতা
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে শাহজাহান মৃধা (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করে।
এলাকাবাসী ও তার আত্মীয় স্বজনরা জানায়, শাহজাহানের ছোট ছেলে পড়ালেখা না করায় কাউকে কিছু না বলে ক্ষোভে সে গত ২০ মে রাতে বিষপানে আত্মহত্যা করে। খবর শুনে চাঁদপুর মডেল থানা পুলিশ গতকাল বুধবার পোস্টমর্টেমের জন্যে লাশ থানায় নিয়ে আসে। শাহজাহানের আত্মহত্যার খবর শোনে এলাকার ও আশপাশ এলাকার শ�শ� নারী পুরুষ তার বাড়িতে ভিড় জমায় এবং সবাই একই কথা বলে সে একজন ভালো মানুষ ছিলো। কারো সাথে কোনো দিন ঝগড়া করেনি। ছোট ছেলে পড়ালেখা না করায় সে বিষপান করে মারা যায়।