স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সাকদী মাদানীয়া আলিম মাদ্রাসার জেডিসি ও সমাপনী পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। মাদ্রাসার ২০জন শিক্ষার্থী উপ-বৃত্তির তালিকা থেকে বাদপড়া শিক্ষার্থীদের মাদ্রাসা গর্ভংিনবডির সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের ব্যক্তিগত উদ্যোগে ৬শ’ টাকা করে অর্ধবাৎসরিক উপবৃত্তি প্রদান করা হয়।
গতকাল ২৫ অক্টোবার বৃহস্পতিবার সকালে জডিসি ও সমাপনী পরীক্ষার্থীদের জন্য এবং উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
মাদ্রাসার অধ্যক্ষ মকবুল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়াজী, মাদ্রাসার সহকারি শিক্ষক আহম্মদ উল্যাহ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রসুল খান, এলাকার মুুরব্বি রফিক তালুকদার, মহিন খান, মো. আবুল কালাম আজাদ, ওয়াহিদুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
