প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের যৌথসভা
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাঁদপুর আগমনকে সামনে রেখে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। মূলত পহেলা এপ্রিল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি এবং জনসভার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সভা ছিলো এটি। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রত্যেক কমিটি থেকে তাদের প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র ডাঃ দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করে তখনও চাঁদপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। যদিও তখন আমরা তাঁকে এ জেলা থেকে বেশি আসন দিতে পারেনি। ২০০৮ সালে সরকার গঠন করার পর এবং এরপর ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে টানা নয় বছরে চাঁদপুর জেলাকে তিনি দুই হাত ভরে দিয়েছেন। এখনো তিনি দিয়ে যাচ্ছেন। আমরা চাইবার আগেই তিনি দিয়েছেন। আর যখনই তিনি আমাদের কোনো চাহিদা জেনেছেন, তখনই তিনি অফুরন্ত দিয়েছেন। অতএব এবার আর আমরা তাঁর কাছে কোনো দাবি জানাবো না। আমরা যারা বক্তব্যের সুযোগ পাবো দু’এক মিনিট করে, তারা শুধু তিনি কী কী করেছেন আমাদের জন্যে, তা উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাবো। আর কৃতজ্ঞতা স্বরূপ সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা হবে চাঁদপুর জেলাবাসীর মহামিলন। আমরা আশা করছি, সেদিন জেলাবাসী বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে আসবেন। আর মিছিল-জনসভা সবকিছু এতোটাই সুশৃঙ্খল যেনো হয়, যাতে চাঁদপুরের এ জনসভা দৃষ্টান্ত হয়ে থাকে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, চাঁদপুরকে নানাভাবে, নানা সেক্টরে সম্মানিত করে প্রধানমন্ত্রী চাঁদপুরকে মহিমান্বিত করেছেন। আমি চাঁদপুরের একেবারেই পার্শ্ববর্তী জেলার সন্তান হিসেবে এ জেলার সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, এশিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন চাঁদপুরের। পুলিশ বাহিনীর গৌরব ও অহঙ্কার ড. জাবেদ পাটওয়ারীকে আইজিপি করেছেন, তিনিও চাঁদপুরের। এছাড়া আরো অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী চাঁদপুরকে সম্মানিত করেছেন। এর প্রতিদান আগামী পহেলা এপ্রিল এ জেলাবাসী দেবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাই প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে যা যা থাকবে সবকিছু হবে অত্যন্ত সুশৃঙ্খল। কোনো ধরনের বিশৃঙ্খলাকারীকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সার্বিক প্রস্তুতিসহ নানা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মহিলা সংসদ সদস্য অ্যাডঃ নূরজাহান বেগম মুক্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ নূরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সহ-সভাপতি সন্তোষ কুমার দাস, যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটোয়ারী, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ বাবুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী শহীদুল হক লিটন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহান রুমা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমএ হাসান লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।