প্রতিনিধি
গতকাল বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া মিজি বাড়িতে একই পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ৩টি বসতঘর, ২টি রান্না ঘরসহ সবকিছুই পুড়েছে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে।
মিজি বাড়ির শহিদুল্লাহ�র ছেলে আগুনে ক্ষতিগ্রস্ত আঃ রহিম জানান, এদিন দুপুরে তার ভাই বাচ্চুর রান্না ঘরে আগুন লেগে সবার অজান্তে ঐ আগুন বড় ঘরে লেগে যায়। তখন এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরই মধ্যে অন্য ভাই ইউসুফ ও ইসমাইলের বসতঘরে আগুন লেগে পুরো ঘর ছাই হয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পরে চাঁদপুর শহর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে। কিন্তু ততক্ষণে ঐ পরিবারের ৩টি বসতঘর ও ২টি রান্না ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এ আগুনে ঐ বাড়ির অন্য কয়েকটি ঘরের বেড়া ও চাল আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আর পুরো বাড়ির চারদিকে থাকা সকল প্রকারের ফলদ ও বনজ গাছের অধিকাংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভাইয়েরা যৌথভাবে স্থানীয় ছোটসুন্দর বাজারে ব্যবসা করে। ব্যবসার নগদ টাকা, ইসমাইলের বিল্ডিং করার জন্য ঘরে রক্ষিত প্রায় ৩ লাখ টাকা, ৩ ভাইয়ের পরিবারের সকল ��র্ণ মিলিয়ে প্রায় ১০/১২ ভরি ��র্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।