চাঁদপুর জেলার পাঁচ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ৩০ ডিসেম্বর বুধবার। পৌরসভা পাঁচটি হচ্ছে মতলব উত্তরের ছেঙ্গারচর, মতলব, হাজীগঞ্জ, কচুয়া ও ফরিদগঞ্জ। এই পাঁচ পৌরসভায় মেয়র, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলরসহ সর্বমোট ২শ’ ৭০ জন প্রার্থীর মধ্যে আগামীকাল গোপন ব্যালটে ভোটযুদ্ধ হবে। এদের মধ্যে মেয়র পদে ১৯, সাধারণ কাউন্সিলর পদে ১শ’ ৯৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন।
আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। পাঁচটি পৌরসভায় ৭৯টি ভোটকেন্দ্রে এ ভোট হবে। মোট ভোটার ১ লাখ ৪৫ হাজার ৯শ’ ৬৭ জন। ৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চি?িহ্নত করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল রাত থেকে পৌর এলাকাগুলোতে বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে।
চাঁদপুরের পাঁচ পৌরসভার মধ্যে হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৬, সাধারণ কাউন্সিলর পদে ৪২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন; ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪, সাধারণ কাউন্সিলর পদে ৫৪ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯জন; কচুয়ায় মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন; মতলব পৌরসভায় মেয়র পদে ৩, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং ছেঙ্গারচর পৌরসভায় মেয়র পদে ১, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ছেঙ্গারচর পৌরসভায় মেয়র পদে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ কি অবৈধ তা আদালতে ঝুলে যাওয়ায় এ পৌরসভায় মেয়র পদে ভোট হচ্ছে না। একমাত্র প্রার্থী আওয়ামী লীগের রফিকুল আলম জর্জকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা না করার বিষয় নিয়ে এখন ভাবছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তিনি কমিশনের নির্দেশনার অপেক্ষায় আছেন বলে জানা গেছে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।