মিজানুর রহমান রানা
চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ মামলার হাজিরা দিলেন সাবেক শিা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীলিপ কুমার ভৌমিক, জেলা জজ মফিজুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে’র আদালতে সাবেক শিা প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কচুয়া উপজেলা বিএনপি’র সভঅপতি আ ন ম এহছানুল হক মিলন হত্যা চেষ্টা, দাঙ্গা, চাঁদাবাজির অভিযোগসহ ৫টি মামলার হাজিরা দেন।
এ ব্যাপারে আ ন ম এহছানুল হক মিলন-এর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সরোয়ার স্বারিত এক বিজ্ঞপ্তিতে জানান, ২০০৯ সালে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকার মতায় আসার পর থেকেই রাজনৈতিক আক্রোশ চরিতার্থ করতে সাবেক সফল শিা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও তার স্ত্রী চাঁদপুর জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট ও কচুয়া উপজেলা বিএনপির সদস্য মিসেস নাজমুন নাহার বেবী এবং তার নির্বাচনী এলাকার অসংখ্য নেতা-কর্মীকে জড়িয়ে এ পর্যন্ত ৩৬টি মামলা দায়ের করে। এছাড়া কচুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় দু’শতাধিক মামলা দায়ের করা হয়। এসব তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতার হওয়ার পর বিনা বিচারে ৪৪৯ দিন কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।