শহর প্রতিনিধি=
চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় ৫ মাসের শিশু কন্যাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায়। তবে হত্যাকারীকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবা, মা ও নানীকে থানায় নিয়ে আসে। নিহত শিশু হাবিবার মা সাদিয়া বেগম সাংবাদিকদের জানান, গতকাল ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে আমি আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে বাথরুমে যাই, সে সাথে সংসারের অন্যান্য কাজ সেরে এসে দেখি, আমার শাশুড়ি ঘুমিয়ে আছে কিন্তু আমার বাচ্চা শাশুড়ির পাশে নেই। আমরা পরিবারের সবাই মিলে বাড়ির চারপাশে তাকে খুঁজতে থাকি। বহু খোঁজাখুঁজির পর হঠাৎ আমার শাশুড়ি বাড়ির বাম পাশের পানি থাকা একটি বিলের পূর্ব দিকে বাচ্চাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে আমার শ্বশুর সেখান থেকে তাকে উঠিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চাঁদপুর মডেল থানার এসআই মোস্তফা চৌধুরী শিশু মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ মর্গে নিয়ে যান। নিহত শিশুর বাবা হাবিব বেপারী, মা সাদিয়া বেগম, নানী শানু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে যান। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, ৫ মাসের শিশু কন্যাকে হত্যা করার জন্য কে বা কারা সবার অজান্তে শিশুটিকে নিয়ে যায় এবং বাড়ির পাশের একটি বিলের পানিতে ফেলে তাকে হত্যা করে।