প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে এক বৃদ্ধার জ্বাল স্বাক্ষর দেখিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ওই গ্রামের হাজী আঃ মকিবের ছেলে বিল্লাল হোসেন ২০১০ সালে একই এলাকার হাজী নুরুল ইসলামের কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নেয়। এরপর বৃদ্ধা নুরুল ইসলামকে ওই টাকার মধ্যে ৫০ হাজার টাকা বিল্লাল হোসেন পরিশোধ করে। পরবর্তিতে বাকি টাকা না দিয়ে বিভিন্ন ছলচাতুরি আশ্রয় নেয় সাবেক এই ইউপি সদস্য বিল¬াল। নাটকীয়ভাবে সাদা কাগজে হাজী নুরুল ইসলামের স্বাক্ষর জাল করে গোপন বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর হোসেন ওই কাগজে স্বাক্ষী হিসেবে ভুয়া সই করে বলে অভিযোগ পাওয়া যায়। এসব অবৈধ স্বাক্ষরিত সই দেখিয়ে সাদা কাগজকে বৈধতার চেষ্টা করে। তারপরেও ওই বৃদ্ধা নিজ টাকা চাইতে গেলে তার উপর বিল¬াল সন্ত্রাসী হামলা চালায়। এমনকি তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি ভুয়া অভিযোগ দেখিয়ে ভয়ভীতি প্রদর্শণ করে। বর্তমানে বৃদ্ধা নুরুল ইসলাম মামলার ভয়ে এব্ং টাকার অভাবে মানবেতর জীবনযাপন করছে।
এ প্রসঙ্গে ক্ষতিগ্রস্থ হাজী নূরুল ইসলাম বলেন, আমার কাছ থেকে বিল্লাল হোসেন মেম্বার ১ লক্ষ টাকা ধার নেয় ৪ বছর পূর্বে। এ টাকা চাইতে গিয়ে তার হাতে শারীরিক নির্যাতন এবং বিভিন্ন হয়রানীর শি^কার হয়েছি।
শিরোনাম:
শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।