শাহরিয়ার খান কৌশিক,
চাঁদপুরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গুরুতর জখম অবস্থায় পাওনাদার সিরাজ গাজী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পুলিশ আলমগীর গাজী(২৬) নামে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের মধ্যম গ্রামের গাজী বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মদনা গ্রামের মৃত সালামত গাজীর ছেলে সিরাজ গাজী গত তিন বছর পূর্বে পাশের ঘরের লোকমান গাজীকে ২০ হাজার টাকা হাওলাত দেয়।
হালাতের টাকা না দিয়ে সে তালবাহানা শুরু করে। পরে গত ১৬ ই জুন বিকেল তিনটায় তার কাছ থেকে পাওনা ২০ হাজার টাকা ফেরত চাইলে সে গালমন্দ শুরু করে। একপর্যায়ে তার ভাই আলমগীর গাজী সহ কুদ্দুস গাজী, শাহ আলম গাজী ,ওহিদ গাজী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তাদের অস্ত্র দিয়ে পাওনাদার সিরাজ গাজী মাথায় বেশ কয়েকটি কোপ দেয় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।
ঘটনার পরে তাকে চাঁদপুর সরকারি হাসপাতাল এনে ভর্তি করালে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে।
রবিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদ মামলার প্রধান আসামি আলমগীর গাজীকে আটক করে থানায় নিয়ে আসে।
আহতের পরিবার জানায়, থানায় মামলা করায় সন্ত্রাসীরা বাদী ও বাদীর পরিবার কে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও মামলার বাকি আসামিদের আটক করার জন্য দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা।