পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলা কৃষি অফিসের এমএলএসএস’র হামলায় আহত হয়েছে পৌরসভার এমএলএসএস। ঘটনাটি ঘটেছে বিকেলে শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ড এলাকায়। আহত হচ্ছে- চাঁদপুর পৌরসভার কর আদায় বিভাগের এমএলএসএস মো. জাকির হোসেন (২৭)। আহত বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত জাকির হোসেন জানান, সদর উপজেলা কৃষি অফিসের এমএলএসএস রুস্তম আলী ও আমি শহরের বিটি রোড এলাকায় পাশাপাশি থাকতাম। রুস্তম আলী আমার কাছ থেকে ২ হাজার টাকা হাওলাত দেয়। বেশ কিছু দিন হলো পাওনা টাকা দেই দিচ্ছি করে ঘুরাতে থাকে। গতকাল বৃহস্পতিবার আমার এক লোককে টাকার জন্য রুস্তম আলীর অফিস পানি উন্নয়ন বোর্ডের ৩য় তলায় পাঠাই। সে টাকা না দিয়ে আমাকে যেতে বলে। আমি যাওয়ার পর সে আমার সাথে খারাপ আচন করে। আমার সাথে রুস্তম আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায় ওই অফিসের আব্বাস মিজি ও জাকির বোয়াল সহ আমাকে অটকে রেখে মারধর করে। আমি আমার ভাইকে খবর দিলে আমাকে উদ্ধার করার সময় ষোলঘর বিটি রোড রাস্তার উপর আবারো মারধর করে। শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম সহ বাম হাত ভেঙ্গে যায়। এলাকার লোকজনের সহায়তায় হাসপাতালে আনা হয়। বিষয়টি পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমদকে জানানো হলে তিনি রোববার বসে ভেঙ্গে দেবে বলে।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইউম মিয়া জানান, আমি ঘটনাটি বিকেলে জানতে পারি। বিষয়টি পৌরসভার মেয়র ও সদর উপজেলার চেয়ারম্যানকে জানানো হয়েছে। তারা রোববার সে সমাধান করবেন বলে তিনি জানান।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।