পাওয়ার গ্রীড কম্পানির অব বাংলদেশ চাঁদপুরের বাগরা ও সাবদি থেকে চুরি হওয়া ১৮ পিচ টাওয়ার মেম্বার উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার চাঁদপুর গ্রীডের প্রকৌশলী আনোয়ার হোসেন বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করে। জানাযায়, কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে চাঁদপুরে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনের বাগড়া থেকে সাবদি ৩ টি টাওয়ারের বেশ কয়েকটি মেম্বার চুরি করে চোর চক্ররা। গত রোববার চাঁদপুর গ্রীড কম্পানির লাইনম্যান জাহাঙ্গীর ও হানিফ টাওয়ার চেক করতে গেলে মেম্বার চুরি হওয়ার বিষয়টি চোখে পড়ে। পরে খোঁ নিয়ে জানতে পারে সাবদী তালুকদার বাড়ির টেলু চুরি হওয়া মাল গুলো ক্রয় করে তার বসত বাড়ি ও গোয়াল ঘরে ফিলার হিসেবে ব্যবহার করে। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রকৌশলী আনোয়ার হোসেন ও সহকারী প্রকৌশলী রহমত উল্লাসহ বিদ্যুৎ বিভাগের লোকজন টেলুর বাড়ি থেকে ১৮ পিচ মেম্বার উদ্ধার করে। খবর পেয়ে মডেল থানার এস আই খালেকুজ্জামান সঙ্গীর ফোর্স নিয়ে ঘটানস্থলে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টেলু ও তার ছেলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। গ্রিডের প্রকৌশলী জানায় টাওয়ারের মেম্বারগুলো চুরি হওয়ার কারনে বড় ধরনের দুর্ঘনার সম্ববনা ছিল। যেহেতু কাপ্তাই থেকে বিদ্যুতের সংযোগ চাঁদপুর এসেছে সেহেতু দুর্ঘটনা ঘটলে বহু দিন বিদ্যুৎবিহীন থাকতে হতো চাঁদপুর বাসী। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।