শহর প্রতিনিধি=
যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী বিচারে দন্ডপ্রাপ্ত আসামী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তান পার্লামেন্টে ঘৃনা প্রস্তাব উত্থাপন ও স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে চাঁদপুরে রুখে দাঁড়াও বাংলাদেশ নামে সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক জীবন কানাই চক্রবর্তী, অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, যুবলীগ নেতা মিজানুর রহমান ভুঁইয়া কালু, মুক্তিযোদ্ধা মো. হানিফ পাটওয়ারী, ন্যাপ চাঁদপুর জেলা সভাপতি আবুল কালাম পাটওয়ারী।
আরো বক্তব্য রাখেন জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি অ্যাড. আঃ লতিফ শেখ, অ্যাড. বদিউজ্জামান কিরন, শিক্ষকদের পক্ষে অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক মোশাররফ হোসেন, ছাত্র নেতা শেখ আবদুল মোতালেব প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, পাকিস্তানের পার্লামেন্টে জঘন্যতম প্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাকিস্তানের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বিচ্ছন্ন করতে সরকারের প্রতি অনুরোধ জানান। কাদের মোল্লার ফাঁসির রায়ের মাধ্যমে প্রমানিত হয়েছে জামায়াত-শিবির এখনো পাকিস্তানের দোসর হিসেবে কাজ করছে।
যারা এ ধরনের ঘৃণ্যতম প্রস্তাবের এখনো নিন্দা ও প্রতিবাদ জানায়নি তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। তারা বলেন, পাকিস্তানকেও আমরা দেশ হিসেবে স্বীকার করিন না। পাকিস্তানের ঘোষিত সরকারের জারজ সন্তান এমরান খান কিভাবে এ ধরনের বক্তব্যে দিতে সাহস পায়। বাংলাদেশকে রাজাকারমুক্ত করতে নতুন প্রজন্মকে আরেকটি মুক্তিযুদ্ধের আহবান জানান বক্তারা।