কবির হোসেন মিজি
চাঁদপুরে পানিতে ডুবে ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২২ নভেম্বর শনিবার। জানা যায়, চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ মির্জাপুর গ্রামের মামুন ছৈয়ালের দুই বছর বয়সী শিশু কন্যা উম্মে হাবিবা গতকাল সকালে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পেছনে খেলা করতে গিয়ে একটি ডোবার পানিতে পড়ে যায়। তখন তার সাথে থাকা অপর দু� শিশু তার এ অবস্থা দেখে কান্নাকাটি করে উম্মে হাবিবার পরিবারের কাছে তার পানিতে পড়ার ঘটনা জানায়। সাথে সাথে তার পরিবারের লোকজন উম্মে হাবিবাকে ডোবা থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অপরদিকে শরিয়তপুর জেলার কাছিকাটা গ্রামের সিরাজ খানের সাত মাস দশদিন বয়সের শিশু পুত্র সজিব খান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। শিশু মুজিবের পরিবারের লোকজন জানায় সে বিগত চারদিন যাবৎ প্রচণ্ড জ্বরে ভুগছিলো। গতকাল তার অবস্থা খারাপ হয়ে পড়লে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এছাড়াও গতকাল রাতে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের রুম্মান গাজীর তিন মাসের পারভেজ নামে শিশুপুত্র হাসপাতালের ৩য় তলার শিশু বিভাগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।