কবির হোসেন মিজি
পুকুরের পানিতে পড়ে জান্নাত নামে ১৮ মাসের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির পিতার নাম মোঃ সাইফুল ইসলাম। ঘটনাটি ঘটেছে গতকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া কোটরাবাদ গ্রামে। জানা যায়, জান্নাত বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতে করতে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে বিভিন্ন জায়গায়। খোঁজাখুঁজির পর তাকে বাড়ির পুকুরে খুঁজে পায়। তাৎক্ষণিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।