মিজানুর রহমান রানা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় বৃহস্পতিবার সকালে সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। এরা হচ্ছে শ্রীপুর মিজির বাড়ির সিরাজুল ইসলামের ছেলে হেলাল (২৬), আবুল কালামের ছেলে সাদ্দাম হোসেন (২৪), বাবুল মোল্লার ছেলে শাহজালাল (২৪)। অন্য দু’জনের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনা সম্পর্কে আবুল কালামের ছেলে সাদ্দাম হোসেন হাসপাতালের বেডে শুয়ে জানায়, ওই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে হেলাল তার ১৩ বছরের চাচাতো বোনকে ঘরের মধ্যে দরজা-জানালা বন্ধ করে ধর্ষণ করতে চাইলে বাড়ির কুতুব উদ্দিন জানালার ফাঁক দিয়ে তা দেখে ফেলে হেলালের বাবা-মাকে জানায়। হেলালের বাবা-মা বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো তাদেরকে গালিগালাজ শুরু করলে সংঘর্ষ বাঁধে।
এদিকে বিষয়টি সম্পর্কে হেলাল জানায়, আসলে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা ঘটেছে। অন্যদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বাড়ির বাঁশঝাড়ের নিচে পাতা কুড়ানোকে কেন্দ্র করে বাড়ির মানুষদের মধ্যে ঝগড়ার সূত্রপাত এবং এক পর্যায়ে মারামারির সৃষ্টি হয়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।