স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় আনোয়ারা মঞ্জিলে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল মালিকের বাসা থেকে স্টীলের আলমারি ও ওয়ার্ডরোব্ ভেঙ্গে ব্যবহারকৃত প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। গতকাল দুপুরে বাড়ির মালিকের ছেলে অনিক ঢাকা চলে যান তার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার মা ৮/১০ দিন আগে ঢাকা যান তার বোনের বাসায়। বিকেল বেলায় ওই বাড়ির লোকজন দেখতে পান, গেটে তালা দেয়া আছে কিন্তু ভেতরে জিনিসপত্র এলোমেলো। বাড়ির মালিকের আত্মীয় স্বজনদের খবর দিলে তারা গিয়ে দেখতে পায়, রুমের আলমারিগুলো ভেঙ্গে রেখে গেছে চোরের দল।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।