‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধানে-২০২১-এর অডিশন রাউন্ডে চাঁদপুরের ১০জন পেয়েছেন ইয়েসকার্ড। গত বুধবার হাজীগঞ্জের বাইতুন নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় দিনব্যাপী আয়োজিত এ অডিশন সম্পন্ন হয়। এতে জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ৩৫ জন খুদে কোরআনে হাফেজ অংশ নেন। চলিত মাসের ১৫ তারিখ রাজধানীতে এর পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে।
অডিশন রাউন্ডে প্রধান অতিথি ও প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ‘পিএইচপি কুরআনের আলো’ কেন্দ্রীয় বিচারক হাফেজ মাওলানা ক্বারী মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ও সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ক্বারী মোঃ বোরহান উদ্দিন। বাইতুন নুর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সভাপতি গাজী মোঃ বিল্লাল হোসেনের সভাপ্রধানে বিচার কার্যক্রম শেষে অডিশন রাউন্ডের বিজয়ীর হাতে ইয়েসকার্ড তুলে দেন বিচারকসহ অতিথিবৃন্দ।
পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে চাঁদপুর জেলা প্রতিনিধি ক্বারী এইচ.এম. মাইনুদ্দীন খান ইসলামাবাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির আহমেদ, হাজীগঞ্জ বড় মসজিদের সহকারী ইমাম মুফতি এনামুল হক নাসিরাবাদী।
স্বাগত বক্তব্য রাখেন বাইতুন নুর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মাওলানা ক্বারী মোঃ নাজির আহমাদ। পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ও অডিশন রাউন্ডের প্রধান বিচারক, কেন্দ্রীয় বিচারক হাফেজ মাওলানা ক্বারী মোঃ জহিরুল ইসলাম।
ইয়েসকার্ড বিজয়ীরা হলেন হাজীগঞ্জের ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ জোনায়েদ, বাইতুন নুর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ মাহমুদুল হাসান, মাদ্রাসায়ে আশ্রাফিয়ার শিক্ষার্থী হাফেজ মোঃ সাবি্বর হোসেন, আল ইহসান মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ ফাহিম মজুমদার, ইকরা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ নোমান হোসাইন, মতলব দক্ষিণের মারকাজুত তাইফিজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ ত্বলহা বিন জাকির, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ হাসান জারীর ও মুহাম্মদ মাহদী হাসান মর্তুজা, মতলব উত্তরের মাথাভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল, কচুয়ার কড়ইয়া তাহফিজুল উলুম নূরানীয়া ও হাফেজীয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মাহবুব আলম।