হাসিনা সরকার সংলাপের নামে আমাের সাথে নাটক করছে। আমাদের নেত্রীর নষ্ট ফোনে উনি ফোন করে জনগণকে বলছে নেত্রী নাকি তার ফোন ধরছে না। গতকাল মঙ্গলবার হাজীগঞ্জের সেন্দ্রা বাজারে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেছেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় তিনি আরো বলেন, ফরিদগঞ্জে বিনা কারণে পুলিশ ও সরকারের লোকজন আমাদের ৩ জনকে হত্যা ও ৭০ নেতা-কর্মীকে আহত করেছে। পিচ্ছি হান্নানের সহযোগী কিলার মাসুদকে মুক্তি দিয়েছে আমাদের লোকদের মারার জন্য। এ সরকারকে জনগণ আর চাচ্ছে না। তার বড় প্রমাণ গত তিন দিনের স্বতস্ফূর্ত হরতাল। আওয়ামী লীগ ১৭০ দিন হরতাল পালন করেছে, তাদের কোনো হরতালে এতো সাড়া মেলেনি।
হরতালের প্রথম ও ২য় দিনে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা ও বিএনপি দলীয় কার্যালয়ে বার বার অগি্নসংযোগের ঘটনায় আয়োজিত উক্ত প্রতিবাদ সভাটি গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নস্থ সেন্দ্রা বাজারে। বিএনপি নেতা কামাল পাশার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহ্মুদ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নাদিম উল্যাহ নাদিম, মনির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ নাফের শাহ্, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ওলামাদল সভাপতি আতিক পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সোহেল প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ নেতা-কর্মী ও সমর্থকরা।