হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া।
আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
সফিকুর রহমান ভূঁইয়ার রাজনৈতিক সহকর্মী মুনির চৌধুরী জানিয়েছেন, শহরের ট্রাকঘাট এলাকায় অবস্থিত বাসায় ভোররাতে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়েন সফিকুর রহমান ভূঁইয়া। স্বজনরা তাঁকে পাশের নতুনবাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
সফিকুর রহমানের আকষ্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সকালে তাঁর বাসায় ছুটে যান সহযোদ্ধারা। আওয়ামী লীগের মেয়রপ্রার্থী জিল্লুর রহমান জুয়েল, বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহমদসহ অনেকেই ছুটে যান সেখানে।
আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে সফিকুর রহমান ভূঁইয়াকে।
সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠা থেকেই প্রথমে ছাত্রদল, পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক, সভাপতি এবং চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন সফিকুর রহমান ভূঁইয়া। জীবনের শেষ সময় পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।
এদিকে, প্রতিদ্বন্দ্বী এই প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে গেছে চাঁদপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচন। তবে নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে কাউন্সিলর পদে নির্বাচন। ফলে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনে কেবল কাউন্সিলর পদে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, মেয়র পদে শিগগির নতুন করে নির্বাচনে ভোটগ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে।