রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করে গুরুতর আহত করেছে কয়েকজন হিজড়া। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রোয় মোড় এলাকায় তার বাসার সামনে এ ঘটনাটি ঘটে।
আহত কামাল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই শিক্ষকের নবজাতক সন্তানকে নাচিয়ে চারজন হিজড়া টাকা নিতে আসে। এসময় ওই শিক্ষক কিছু টাকা দিলেও হিজড়ারা এতে অসন্তোষ জানান। এক পর্যায়ে শিক্ষক তাদেরকে অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে হিজড়ারা তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি ঘাড় ও বাম হাতে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটানার পর ঘটনাস্থল থেকে তিনজন হিজড়াকে আটক করে নিয়ে যায় মতিহার থানা পুলিশ।
সহকারী অধ্যাপক কামাল হোসেনের স্ত্রী মোছা. নীলা খাতুন বলেন, ‘টাকা চাইলে আমি এক শ’ টাকা দিই। কিন্তু তারপরও তারা আমার সন্তানকে কেড়ে নিয়ে যাচ্ছিলো। পরে আমার স্বামীকে তারা মারধর করে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
দিনের আলো হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি মোহনা বলেন, ‘আসলে এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এমন অনেকেই আছে যারা আমাদের সদস্য নয়।’