প্রতিনিধি
চাঁদপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনের বাকি মাত্র ২ দিন। আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার এই নির্বাচন দুপুর থেকে অনুষ্ঠিত হবে। বিকেল পর্যন্ত চলবে এই ভোট। ভোট শেষে রাতেই ঘোষণা করা হবে। কোন প্যানেল বিজয়ী হলো। আর এই ভোট প্রার্থনা করতে গিয়ে চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বর্তমান নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার আদালত প্রাঙ্গণে এখন ভোটারদের জন্য নতুনত্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন।
গত কদিন ধরে তিনি এক পিঠাওয়ালীকে আর খেঁজুরের রস বিক্রেতাকে ভাড়া করে আদালত প্রাঙ্গণে এনে বসিয়েছেন। জেলা আইনজীবি সমিতি ভবনের ১০-১২ গজ উত্তরে বকুল গাছের নিচে তাদেরকে বসিয়ে চেয়ার দিয়ে কেন্টিন তৈরি করেছেন। আইনজীবি সমিতির সদস্য থেকে শুরু করে তার পরিচিত ব্যক্তিদেরকে কাছে পেলে ডেকে এনে চিতই পিঠা, ভাপা পিঠা আর কাঁচা খেঁজুরের রস গ্লাস ভর্তি করে আপ্যায়ন করাচ্ছেন। তিনি নিজে একটি চেয়ারে বসে থেকে সকল ডেকে এনে এ আপ্যায়নে মেতে রয়েছেন। পাশাপাশি আইনজীবিদেরকে পকেট থেকে টোকেন বের করে কোন এক দোকানে গিয়ে যেন ব্লেজার তৈরির মাফ দেয়া হয় সেই জন্য বলে দিচ্ছেন।
তাই বিজ্ঞ আইনজীবিরা তাকে দেখেই ব্লেজারের কথা বলছেন। পাশাপাশি সুস্বাদু ঐ পিঠা খাওয়াচ্ছেন। আর ফাঁকে ফাঁকে ভোটারদের কাছে যেনো তাকে একটি ভোট দেয়া হয়। সেই জন্য ভোট চাইছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।