মতলব দক্ষিণ:
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীল এমপির প্রচেষ্টায় কচুয়ার সীমান্তবর্তী এলাকা মতলব দক্ষিণ উপজেলার পিতাম্বদি বাজারে ১৫ কোটি টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পানি সম্পদ, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্থানীয় সিকদার ট্রেডার্সের পরিচালনায় নায়েরগাঁও-পিতাম্বদি ও সাচার পর্যন্ত খালের খনন কাজ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ও কচুয়ার বিতারা ইউপি চেয়ারম্যান মোঃ ইসহাক সিকদার। নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ ও বন পরিবেশ মন্ত্রণালয়ের প্রকৌশলী সোহেল, সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, পাথৈর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান চৌধুরী নূরে আলম, দাউদকান্দির দৌলতপুর ইউপি চেয়ারম্যান ইসহাক হেলাল, মারুকা ইরূপ চেয়ারম্যান এস.এম শাহজাহান ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আঃ রাজ্জাক পাটওয়ারী। উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, নায়েরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সরকার, আওয়ামী লীগ নেতা সাদেক পাটওয়ারী, যুবলীগ নেতা মনির হোসেন মেম্বার, শাহআলম প্রধান, মোশারফ হোসেন ভূঁইয়া, চাঁন মিয়া, মামুন, ছাত্রলীগ নেতা রবিউল হাসানসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।