শওকত আলী
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভাইজোরা গ্রামের রুস্তম আলী খাঁ’র পুত্র হত্যা মামলার পলাতক আসামী বাদল (৪২) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে বাদল নামের এই আসামীকে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার মেঘনার নদীর তীরে ভাসবান অবস্থা থেকে উদ্ধার করে গ্রেফতার দেখানো হয়।
হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ শিকদার মোঃ হাসানুজ্জামান জানান, সোমবার দিবাগত রাতে পিরোজপুর জেলা কারাগার থেকে আসামী বাদল কে নিয়ে নৌ-পথে ঢাকা কেন্দ্রিয় কারাগারে যাওয়ার সময় মহনপুর এলাকায় লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। ওই সুযোগে আসামী পালিয়ে যাওয়ার জন্য নদীতে লাফ দেয়। ঝড় শেষ হওয়ার পর লঞ্চটি ফিরিয়ে ব্যাপক খোজ করলেও আসামীর সন্ধান পায়নি দায়িত্বরত পুলিশরা।
হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির এই পুলিশ কর্মকর্তা আরো জানান, মঙ্গলবার সকালে হত্যা মামলার আসামী বাদল নদীতে ভেসে ভেসে যাচিছ। এ সময় হাইমচরের চরভৈরবীতে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি নদীতে টহল অবস্থা আটক করে হাইমচর থানা পুলিশে নিকট সৌপর্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিবরণ পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।