চাঁদপুর নিউজ রিপোর্ট
জেলার ফরিদগঞ্জ উপজেলায় বিদেশী পিস্তলসহ দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন যুবলীগ নেতা জহির হোসেন (৩৪) ও জহিরুল মোল্লা (৩২)।
পুলিশ উপজেলার রুপসা বাজার এলাকায় মোটরসাইকেল চেকিং করতে গিয়ে তাদের আটক করে।
ওইসময় ফরিদগঞ্জ থানার এস আই সফিউল আজম ও জুয়েল চৌধুরীর নেতৃত্বে তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার এলাকার জিআরপি নামে একটি ব্রীক ফিল্ডের অংশীদার যুবলীগ নেতা জহির হোসেন। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের হাজী করিম বেপারীর ছেলে। অপরদিকে আটককৃত জহিুরুল মোল্লা ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রামের সন্তান।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক মানবসমাজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
শিরোনাম:
বুধবার , ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।