মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের ওয়ালীউল্যাহ প্রধান পীরের বাড়ী চট্রগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারে মানতের চাউল ও ছাগল নিয়ে যাওয়ার পথে চাঁদপুর রেল স্টেশন থেকে অপহরণ হয় বলে তার পরিবার অভিযোগ করেছে। চাঁদপুর রেলওয়ে থানায় অপহৃত ওয়ালীউল্যাহ প্রধানের বড়ভাই শহিদ উল্যাহ প্রধান ৬ সেপ্টেম্বর সাধারণ ডায়রী করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মান্দারতলী গ্রামের রহিম প্রধানের ছেলে ওয়ালীউল্যাহ প্রধান (৪২) তার স্ত্রী রিনা বেগমকে নিয়ে গত বৃহস্পতিবার সকালে মাইজভান্ডার যাওয়ার জন্য রওয়ানা হলে চাঁদপুর রেল ষ্টেশন থেকে রিনা বেগমের ভাই উদ্দমদী কাউনিয়াকান্দির শাহজাহান, মোফাজ্জল, তোফাজ্জল, আনোয়ারসহ কয়েকজন ওয়ালীউল্যাহ প্রধানকে অপহরণ করে। সারা রাত রিনা বেগম স্বামীকে খোঁজাখুজি করে না পেয়ে জনৈক ব্যক্তির সহযোগিতায় বাড়ী ফিরে। এ খবর পেয়ে ওয়ালীউল্যাহ প্রধানের বড়ভাই শহীদউল্যাহ প্রধান চাঁদপুর রেলওয়ে থানায় একটি অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে শনিবার চাঁদপুর রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ নাজমুস সাকিব সজীব অপহৃতের বাড়ী মতলব উত্তরের মান্দারতলী ও তার শশুরবাড়ী উর্দ্দমদী কাউনিয়াকান্দি অভিযুক্তদের বাড়ী পরির্দশন করেন।
এ দিকে শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলা মান্দারতলী গ্রামে সরেজমিন গেলে অপহৃত ওয়ালীউল্যাহ প্রধানের স্ত্রী রিনা বেগম স্বামীকে হারিয়ে ও মেয়ে রোকেয়া আক্তার, কাকুলী আক্তার, রুমা আক্তার, ছেলে রাসেল পিতাকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। কেঁদে কেঁদে তাদের বাবাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেন।
রিনা বেগম সাংবাদিকদের জানায়, তার বাবা ও ভাইদের সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এ বিরোধের জের ধরে তারা আমার স্বামীকে অপহরণ করেছে।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।