মতলব দক্ষিণ: চাঁদপুর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেছেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রদেরকে সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ সামাজিক শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে সকলকেই সচেতন হতে হবে। তিনি বলেন, ঐতিহ্যবাহী মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের সুনাম রয়েছে। আর এ সুনাম আপনাদের সকলের ধরে রাখতে হবে। এছাড়াও তিনি বিদ্যালয়ের সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে কথা বলেন। ২৫ জুন মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান, জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদুল্লাহ সায়েদ, সাবেক কমান্ডার মিয়া মোঃ নাছির উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সোয়েব আহমেদ সরকার, নাজির আহমেদ, সুকুমার ঘোষ, মোঃ সালাউদ্দিন, পাটওয়ারী মো. আলমগীর, তফাজ্জল হোসেন লিটন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যরা ও সুধীজন। এর পূর্বে তিনি মতলব দক্ষিণ থানা পরিদর্শন করেন।
পরে তিনি মতলব পৌর ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।