ভ্রাম্যমান প্রতিনিধি ==
বর্ষা মৌসুমে শুরু হওয়া চাঁদপুর পৌরসভার পুরাণবাজার দেওয়ান আবুল খায়ের সড়ক (মেরকাটিজ রোড) ও নিতাইগঞ্জ সড়ক এ দু’টি রাসত্দার উন্নয়ন কাজ এখন পর্যন্ত সম্পন্ন না করায় শুষ্ক মৌসুমের শুরুতে উড়নত্দ ধুলাবালিতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে দেখা যায়, উল্লেখিত রাস্তা দু’টির বালু, কংক্রিট বিছানো কাজ অনেক আগেই শেষ করা হয়। রাস্তার উপর পাথর বিটুমিন পাকাকরণ কাজ না করায় রাস্তা দিয়ে ভারি যানবাহন থেকে শুরু করে সকল যানবাহন চলাচল করার সময় ব্যাপকভাবে ধুলাবালি উড়ছে। এ ধুলাবালি স্কুল, কলেজ ছাত্র-ছাত্রী, বাজারের ব্যবসায়ী এবং সাধারণ জনগণের চোখে-মুখে গিয়ে পড়ছে। এলাকার পরিবেশও বায়ু দূষণ হচ্ছে। ধুলাবালির কবলে পড়ে সাধারণ মানুষ এবং শিশু ও বয়োবৃদ্ধদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে। রাসত্দাগুলো এভাবে ফেলে রাখা ঠিক হচ্ছে না বলে ভুক্তভোগীরা মনে করেন। চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এইচএম সামছুদ্দোহা জানিয়েছেন, ইউজি আইআইপি-২ প্রকল্পের অধীন চাঁদপুর পৌর এলাকার সংস্কারবিহীন প্রধান প্রধান সড়কগুলোর উন্নয়ন কাজ অনেক আগেই ধরা হয়েছে। যে সকল রাসত্দার পাকাকরণ হয়নি, সেগুলোর কাজ ইতিমধ্যে শুরু করেছেন বলে জানিয়েছেন। এখন দেখার অপেক্ষা পুরাণবাজারের ঐ দু’টি রাস্তা কবে নাগাদ পাকাকরণ কাজ শুরু হয়। ভুক্তভোগীদের দাবি, এখন অনুকূল পরিবেশ থাকাবস্থায় দ্রুত রাস্তার কার্পেটিং কাজ শেষ করে জনগণকে দুর্ভোগের হাত থেকে রেহাই দেয়া হোক।