আশিক বিন রহিম
শহরের পুরাণবাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী ডলি বেগমকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাত ৮টার দিকে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক নন্দন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে পুরাণবাজার মেরকার্টিজ রোডস্থ কোহিনুর সিনেমা হলের বিপরীত পাশে মিজি বাড়ি থেকে ডলি বেগমকে আটক করে।
জানা যায়, পুরাণবাজারের শীর্ষ ইয়াবা সম্রাট বাচ্চু মিজির স্ত্রী ডলি বেগম দীর্ঘদিন যাবত প্রকাশ্য দিবালোকে ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিলো। চারদিন পূর্বে মডেল থানা পুলিশ তার স্বামী বাচ্চু মিজিকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। তার স্বামীর অনুপস্থিতিতে সে নিজে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।