স্টাফ রিপোর্টার:।।
গাছের গুড়ির চাপায় জয়নাল শেখ (৪০) নামে স’ মিল শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় চাঁদপুর শহরের পুরাণবাজার কয়লাঘাট নান্নুর স’ মিলে এ দূর্ঘটনা ঘটে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আবদুর রশিদ জানান,৬ জন শ্রমিকএকটি গাছের গুড়ি উপরে মেশিনে তোলার কাজ করছিল। গাছের খন্ডটি হঠাৎ একপাশ গড়িয়ে জয়নালের বুকের ওপর পড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে ঢাকা রেফার করেন।ঢাকা যাবার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন,এটি একটি দূর্ঘটনা। এব্যাপারে কোন অভিযোগ থাকলে আমরা আইনি প্রদক্ষেপ নিব।তবে স্থানিয় ভাবে বিষয়টির মিমাংসার উদ্যেগ নেয়া হয় বলে জানা যায়।
নিহত জয়নালের বাড়ি পুরাণবাজার রিফিউজি কলোনীতে। তাঁর পিতার নাম মৃত হাশেম শেখ।সে ১ নং ওয়ার্ড মহিলানেত্রী রুশু বেগমের মেয়ের জামাই।জয়নাল ৩ মেয়ে ১ ছেলের জনক।কিশোর বয়স থেকে জয়নাল স’ মিলে কাঠ ভাংগানোর গাছের কাজ করত।সেই গাছেই কেড়ে নিল তার। জীবন।
চাঁদপুর নিউজ সংবাদ