শাহরিয়ার খাঁন কৌশিৗক ॥
চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যশ্রীরাদী এলাকায় এক ব্যক্তির মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন। অনেকেই বলছেন এটি কি আত্মহত্যা, না হত্যা। জানা যায়, গলায় ফাঁস দিয়ে রাসেদ হাওলাদার (রাসু) নামের এক তালা-চাবির মেকানিক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, ২৩ জুলাই শনিবার রাতে মধ্যশ্রীরামদি কবরস্থান এলাকার মুন্সি বাড়িতে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন ও পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন। রাসেদ হাওয়লাদার রাসু ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে রাসু ও তার স্ত্রী সুফিয়া বেগমের সাথে পারিবারিকভাবে বনাবনি হচ্ছে না। এ সূত্র ধরেই স্ত্রী সুফিয়া বেগম রাতের যে কোন সময় রাসুকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যার পর ঘরের ভিতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে জুলিয়ে রাখে। এ বিষয়ে আত্মহত্যাকারী রাসেদ হাওলাদারের (রাসু) ছেলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমন হাওলাদার জানায়, ২২ জুলাই শুক্রবার রাতে সে এবং তার বাবা এক বিছানায় ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক ২টায় সে টয়লেট থেকে ফিরে এসে তার বাবাকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখেন। পরে সকালে তার মা সুফিয়া বেগম তাকে ঘুম থেকে উঠিয়ে স্বামীর ঝুলন্ত লাশ দেখায়। পরে সুমন ও তার মা সুফিয়া বেগম ফ্যানের সাথে ঝুলন্ত লাশটি নামিয়ে ফেলেন এবং ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ আত্মহত্যাকারী রাসুর লাশ ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। মামলা নং ১/১৫। তাং ২৩/০৭/১৬।