স্টাফ রিপোর্টার
পুরাণবাজার মধ্য শ্রীরামদী কবরস্থান এলাকায় গতকাল শনিবার দুপুরে বিবদমান দুটি পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। ছুরিকাঘাতে আহত ৩ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন : জাহাঙ্গীর খন্দকারের মামাতো ভাই মাসুদ (২৩), বাবুল হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার (১৭) ও ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারী দেলু হাওলাদার। এছাড়া বাবুল মিজি, জীবন হাওলাদার নামে আহত অপর দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষের সময় বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘর্ষের সঠিক কারণ জানা যায়নি। পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে সংঘর্ষ হতে পারে বলে ধারণা করছে কেউ কেউ। আবার অনেকে বলছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।