স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজার মোমফ্যাক্টরীতে পাওনা টাকা চাইতে গিয়ে উভয় পক্ষের হামলায় ৫ নারী মারাত্মক আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ৭/৮ মাস আগে পুরাণবাজার মোমফ্যাক্টরীর বাসিন্দা আলী আহম্মদ শেখের স্ত্রী পিয়ারা বেগম একই বাড়ির প্রতিবেশী মোঃ দেলু গাজীর স্ত্রী নাজমিন বেগমকে ৪৫ হাজার টাকা মাসিক লাভের ভিত্তিতে ঋণ দেয়। গতকাল ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় পিয়ারা বেগম ওই টাকা চাইতে গেলে দেনাদার নাজমিন বেগম টাকা দিতে অস্বীকার করে। সে জানায় মাসে মাসে তাকে টাকা দিয়ে এসেছি। অথচ পাওনাদার পিয়ারা বেগম বলে সে আমাকে প্রতিমাসে লাভ হিসেবে দেড় হাজার টাকা করে ৫/৬ মাস দেয়।
গতকাল টাকা চাইতে গেলে সে অস্বীকার করে। এতে উভয়ের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দেনাদার দেলু গাজীর মেয়ে নাজমিন বেগম ঘরে ঢুকে দরজার ঢাসা দিয়ে আঘাত করলে সে আঘাত পাওনাদার পিয়ারা বেগমের মাথায় না পড়ে তারই বোন একই বাড়ির মারুফ মিজির স্ত্রী রেনু বেগমের মাথায় পড়ে। এতে তার মাথা ফেটে যায়। তার মেয়ে নাছরিন আক্তারও আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে দেনাদার নাজমিন বেগমের ভাই আনোয়ার গাজী, তার ছেলে মনা গাজী, তার চাচা নুরু গাজী ও ভাই দেলু গাজী ছুটে এসে তাদের উপর হামলা চালায়। অপরদিকে অপর পক্ষের হামলায় দেনাদার পক্ষের আনোয়ার হোসেনের স্ত্রী আকলিমা বেগম, নবীর হোসেনের স্ত্রী নাজমা আক্তার এবং তাদের ননদ নূর ইসলাম দেওয়ানের স্ত্রী রিনা বেগম আহত হয়। আহতদের সকলকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।