স্টাফ রিপোর্টার
পরিবেশের ক্ষতিকারক নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধারে পুরাণবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গতকাল ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় পুরাণবাজারের বিভিন্ন স্টেশনারী ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ফাতেমাতুজ জোহরা উপমা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরেফিন বাদল, হিসাব রক্ষক আবু বক্কর ছিদ্দিক, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মোঃ আলমগীর সর্দারসহ চাঁদপুর পুলিশ লাইনের পুলিশ সদস্যবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত পুরাণবাজার ফলপট্টির ভাই ভাই পেপার হাউজ থেকে প্রায় ২০০ কেজি বিভিন্ন সাইজের প্যাকেট পলিথিন উদ্ধার এবং ১৫ হাজার টাকা জরিমানা, বিসমিল্লাহ পেপার এন্ড স্টেশনারী দোকান থেকে বিভিন্ন সাইজের প্রায় ৮০ কেজি প্যাকেট পলিথিন এবং ৩ হাজার টাকা জরিমানা, জগবন্ধু সাহার দোকান হতে ১০ কেজি পলিথিন এবং এক হাজার টাকা জরিমানা ও ইসলামিয়া স্টোর হতে প্রায় ১০০ কেজি বিভিন্ন সাইজের পলিথিনের প্যাকেট উদ্ধারসহ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আটককৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরে নিয়ে আসা হয় এবং ভবিষ্যতে আর এ ধরনের নিষিদ্ধ পলিথিন বিক্রি করবেন না বলে দোকানদারগণ প্রতিশ্রুতি দেন।