মিজানুর রহমান রানা
পুরাণবাজার বউবাজার এলাকা থেকে মাদক বিক্রেতা পিতা ও পুত্রকে আটক করেছে মডেল থানা ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। গত মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ একটি দল মধ্য শ্রীরামদীর বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশের কয়েকটি দল কমান্ডো স্টাইলে এলাকায় রাতে অভিযান চালায়। স্থানীয় অনেক নিরীহ লোক এ সময় ভয়ে বাসা থেকে বের হয়নি। স্থানীয় নেতাদের প্রশ্রয়ে ফজলার বাড়িতে প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেশার হাট বসে। স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করে। মাঝে মধ্যে স্থানীয় পত্রিকায় লিখলে পুলিশ প্রশাসনের টনক নড়ে। একই পরিবারের সবাই মাদক বিক্রি করলেও পুলিশ ফজলা (৫০) ও তার ছেলে রগকাটা রাসেল (৩০)কে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করেন। মঙ্গলবার রাতেই তাদেরকে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করা হয়। পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সাঈদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও চুরির মামলা দেয়া হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।