স্টাফ রিপোর্টার:
আগামী ২১ জানুয়ারির মধ্যে চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে সার্কাস বন্ধের দাবি জানিয়েছে চাঁদপুর জেলা ইমাম পরিষদ। গতকাল ইমাম পরিষদ সার্কাস বন্ধের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চাঁদপুর পৌরসভার মেয়র ও পুরাণবাজার টিএসআই বরাবর স্মারকলিপি প্রদান করেন।
নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন চলতি বর্ষের শুরু থেকেই পুরাণবাজার মধুসূদন হাই স্কুল মাঠে সার্কাস, নাচ গান চলছে। ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে করে স্থানীয় মসজিদগুলোর মুসলি্লরা এর বিরুদ্ধে ক্ষেপে উঠেছে। তারা নানা কর্মসূচি গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
তারা স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, আগামী ২১ জানুয়ারির আগে এ ধর্ম বিরোধী অশ্লীল অনুষ্ঠান বন্ধ করা না হলে ২২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের মসজিদগুলোর ধর্মপ্রাণ মুসলি্লদের নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইমাম পরিষদের আহ্বায়ক ও পুরাণবাজার জামে মসজিদের ইমাম মোঃ শাহাদাত হুছাইন, ৫নং ঘাট জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ ফরিদী, শাহী মসজিদের ইমাম মুফতি শাফায়েত, ইসলামী আন্দোলন চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও মাওলানা ইকবাল হোসেন।
–