স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের পুরাণবাজারে স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় পুরাণবাজার নিতাইগঞ্জ রোডস্থ স্বর্ণপল্লী এলাকার আমির স্বর্ণকারের বাড়িতে সাধন দত্তের মেয়ে রিয়া দত্ত গুপ্ত। সে পুরাণ বাজার মধুসূধন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
জানা যায়, রিয়া দত্ত গুপ্তের বাবা সাধন দত্ত স্থানীয় একটি মিষ্টি দোকানে দিন মজুর, মা ঝর্ণা রাণী দত্ত বিভিন্ন বাড়িতে কাজ করেন। বাবা, মা কাজে যায়, বড় ভাই ও বোন এসএসসি পরীক্ষা দিতে যায়। এই ফাকে রিয়া দত্ত গুপ্ত ঘরের ফ্যানের সাথে ফাঁস দেয়। ভাই ও বোন পরীক্ষা দিয়ে এসে দেখে ছোট বোন ফাঁসিতে। তাদের ডাক চিৎকারে আশ পাশের লোক জন ছুটে আসে।
এ বিষয়ে মধুসূধন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম ছাওয়ার ফেরদৌস জানান, রিয়া দত্ত গুপ্ত আমাদের বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। সে বিদ্যালয়ে নিয়মিত আসতো, কারো সাথে কথনো দুষ্টামিসহ কোন অভিযোগ আমরা পাইনি। সে কি কারণে আত্মহত্যা করেছে এটা সত্যিকার অর্থে বিশ^াস করতে পারছিনা। তারা ২ বোন, ১ ভাই। তার বড় বোন প্রিয়া দত্ত গুপ্ত ও তার ভাই জয় দত্ত গুপ্ত বর্তমানে আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার পারিবারিক অবস্থা খুবই শোচনীয় তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বেতন ফ্রি ও বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছি।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্যাহ জানান, পুরাণবাজার নিতাইগঞ্জ এলাকার স্বর্ণ পল্লী এলাকায় স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তবে কি কারণে আত্মহত্যা করেছে এখনো জানতে পারিনি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে আত্মহত্যা করেছে।