ব্যাপক উৎসাহ উদ্দিপনায় সারা দেশের ন্যায় চাঁদপুরেও হাজারো ভক্তের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পুরাণবাজার মেঘনা নদীতে হিন্দু সম্প্রদায়ের মহাষ্টমী স্নান উদ্যাপিত হয়েছে। ভক্তদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি। সকাল সোয়া ১১ টায় ডাঃ দীপু মনি এমপি অষ্টমী স্নান এলাকা পরিদর্শন করে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
গতকাল শুক্রবার ভোর রাত থেকেই অষ্টমী স্নানের কার্যক্রম শুরু হয়ে তা দিনভর চলতে থাকে। এ জন্য শুক্রবার ভোর রাত থেকে অষ্টমী স্নানে অংশ নিতে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষরা চাঁদপুরের পুরাণবাজার হরিসভা মন্দির এলাকার মেঘনা নদীর তীরে পূণ্য লাভের আশায় ভীড় জমাতে থাকে। পূর্ণার্থীরা হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য আমার পাপ হরণ কর, এ মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে জগতের যাবতীয় সংকির্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় মেঘনা নদীতে প্রতি বছরের ন্যায় অষ্টমী স্নান করতে এসেছে। পূর্ণার্থীরা স্নান মন্ত্র পাঠ পূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরিতকি, আম্ল ইত্যাদী নিয়ে পিতৃ মাতৃকুলে অর্পন করে। চাঁদপুর জেলায় একমাত্র ঐতিহ্যবাহী পুরাণবাজার হরিসভা মোদন মোহন মন্দীর সংলগ্ন মেঘনা নদীর অববাহিকায় প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মীয় এ স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। ঐ দিন সকাল থেকে শুধু চাঁদপুর জেলা নয় পাশ্ববর্তী নোয়াখালী, রায়পুর, লক্ষীপুর এমনকি কুমিল্লা থেকেও অনেক নর-নারী সিএনজি স্কুটার ও বাস যোগে চাঁদপুরে আসে। পূর্ণ স্নান শেষে তারা পুনরায় নিজ গন্তেব্যে ফিরে যায়। সনাতন ধর্মীয় অষ্টমী স্নান উপলক্ষে পুরাণবাজার ঐতিহ্যবাহী পুরাণবাজার হরিসভা মোদন মোহন মন্দির সংলগ্ন রাস্তার দু’ পাশে ও খোলা স্থানে শিশু-কিশোরদের জন্য বসেছে মেলা। তাছাড়া ভক্তরা স্নানশেষে লোকনাথ মন্দির, দূর্গা মন্দির ও ইসকন মন্দিরে ধ্রুপ প্রদীপ প্রজ্জ্বলন করে। তাছাড়া তাদের সাধ্য মতো এসব মন্দিরে প্রণামী বাক্সে অর্থ প্রদান করে পূজা নিবেদন করে।
চাঁদপুর মহাষ্টমী স্নানের সকল প্রকার দায়িত্বে ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। তাকে সহায়তা করেন তমাল কুমার ঘোষ, গোপাল সাহা। আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশ লাইনের নারী ও পুরুষ পুলিশ সদস্যরা।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।