স্টাফ রিপোর্টার
চাঁদপুরে প্রাচীনতম ব্যবসায়ীক এলাকা হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী শহর পুরাণবাজার। এ ট্রাক ঘাট থেকে বেআইনীভাবে প্রতিদিন শত শত টাকা চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে পুরানবাজার কমিউনিটি পুলিশের বিরুদ্ধে। এতে করে জেলা কমিউনিটি পুলিশের ভাবমুর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। প্রসিদ্ধ এ ব্যবসায়ীক এলাকাটি বিভিন্ন কারনে বেশ কয়েক বছর পূর্বে ধংসের মুখে পড়ে। এর মধ্যে প্রধান কারন ছিল সড়ক পথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায়। ব্যবসায়ীক এলাকাটিতে বেশ কিছু শিল্প কারখানা গড়ে তোলা আমদানি রপ্তানি করার ক্ষেত্রে সড়ক পথে যোগাযোগ না থাকায় মারাত্মক হুমকির মুখে পড়লে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীরা পুরানবাজারে ব্যবসায়ীক সুনাম ফিরিয়ে আনতে এবং এখান থেকে দ্রুত মালামাল বিভিন্ন জেলায় আনা নেওয়া করতে একটি ট্রাক ঘাট দাবি করলে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদের আন্তরিকতায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বাদিয়া বাড়ি খাল ভরাট করে একটি প্রশস্ত ট্রাক ঘাট নির্মাণ করা হয়। এ ঘাটটি নির্মাণের ফলে পুরাণবাজারের ব্যবসায়ীরা পুনরায় তাদের ব্যবসায়ীক জোয়ার ফিরে পায়। এ ট্রাক ঘাটটি ফিরে কর্মসংস্থান হয় বহু মানুষের। প্রতিদিন এখান থেকে ছোট বড় মিলে প্রায় দু’ শতাধিক ট্রাক, পিক আপ ভ্যান, ট্রাক্টর, নছিমন থেকে ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোড হয়ে থাকে। বিশাল এ ট্রাক ঘাটটি রক্ষণা-বেক্ষণ ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য চাঁদপুর পৌর কর্তৃপক্ষ ঘাটটি ইজারা দেয়। সে মোতাবেক ইজারাদার প্রতিদিন পৌরসভার স্লিপারের মাধ্যমে ট্রাক, পিকআপ ভ্যান, ট্রাক্টর ও নছিমন থেকে লোড-আনলোড হিসেবে ৫০, ৭৫ ও ১০০ টাকা হারে চাঁদা আদায় করে থাকে। এর সাথে পাল্লা দিয়ে পুরানবাজার কমিউনিটি পুলিশের নামে প্রতি গাড়ি থেকে ২০ থেকে ৩০ টাকা হারে কোন স্লিপ ছাড়াই বেআইনীভাবে শত শত টাকা চাঁদা আদায় করে নিচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, খোদ কমিউনিটি পুলিশের সদস্যরাই পালাক্রমে চাঁদা আদায় করছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও ড্রাইভারদের সাথে আলাপ করলে তারা জানায়, কমিউনিটি পুলিশের নামে প্রতিদিন গাড়ি প্রতি যে টাকাটা নেয়া হচ্ছে এ ব্যাপারে তাদেরকে কোন কিছ্ইু বলা যাচ্ছে না। কিছু বলতে গেলেই তারা চেম্বার নেতৃবৃন্দের দোহাই দেয়। যে কারনে তাদের এ চাঁদার বিষয়ে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ চাঁদা আদায়ের বিষয়টি দীর্ঘ দিন যাবত চলে আসছে বলে তারা জানায়। যে কারনে দুর দুরান্ত থেকে আগত পাইকারী ক্রেতা ও চালকদের সাথে কমিউনিটি পুলিশের চাঁদা নেওয়ার ক্ষেত্রে বাক বিতন্ডার সৃষ্টি হয়। তারা জানায়, পুরানবাজারের ব্যবসায়ীক সুনাম রক্ষায় কমিউনিটি পুলিশের চাঁদা আদায় বন্ধ করা উচিত। এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ
শিরোনাম:
শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।