প্রতিনিধি
পুরাণবাজার মধ্য শ্রীরামদী এলাকা থেকে আটক ২ মাদক বিক্রেতাকে ৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে মাদক বিক্রেতা খালেক (৪০) ও রহম আলীকে (৩৫) সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর। অপর মাদক বিক্রেতা শাহিদাকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ এস আই সাইদ গত শনিবার রাতে মধ্য শ্রীরামদী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের সাথে পুলিশ প্রায় ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। দীর্ঘদিন ধরেই তারা এলাকায় মাদক বিক্রি করে আসছেন। পুলিশ তাদেরকে আটক করার পরপরই সরকার দলীয় লোকজন তাদেরকে ছেড়ে দেয়ার জন্য জোর তদবির করেন।