স্টাফ রিপোটার ॥ চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আবুল হোসেন বরকান্দাজের ওপর চিহ্নিত সন্ত্রাসীদের অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ অক্টোবর সোমবার আবুল হোসেন বরন্দাজ বাদী হয়ে ১১ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নং ৭- তারিখ ২৩-১০-২০১৭ ।
মামলার এজহার ও এলাকা সূত্রে জানাযায়, সদর উপজেলার রামদাসদী দোকানঘর এলাকার চিহ্নিত সন্ত্রাসী আসলাম মাঝি ওরপে জাটকা আছলাম এবং তার লোকজন দীর্ঘদিন ধরে দোকানঘর ও গুচ্ছগ্রাম এলাকায় মাদকসেবন ও মাদক বিক্রি,জুয়াখেলাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। পাশাপাশি নিষেধাজ্ঞার সময় আইন অমান্য করে জাটকার সময় জাটকা এবং মা ইলিশের সময় মা ইলিশের আড়তদারী করে আসছে। এসব কাজের বিরুদ্ধে আহত আবুল হোসেন বিভিন্ন সময় প্রতিবাদ এবং পুলিশকে সহযোগিতা করার কারনে তারই সূত্র ধরে গত ২২ অক্টোবর রোববার রাত ৯ টায় আবুল হোসেন বরকন্দাজ প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে যাওয়ার সময় জলিল ডাক্তারের বাড়ির সম্মুখে গেলে হঠাৎ করে রাতের আঁধারে আসলাম মাঝি ও তার ছেলে হাবিব মাঝি, রাজু মাঝি, বাহার মাঝি, কাদির পাটওয়ারীর ছেলে বাবু পাটওয়ারী, বাবুল ঢালীর ছেলে স্বপন ঢালী, মজিব জমাদারের ছেলে সানি জমাদার, নান্নু পাটওয়ারীর ছেলে সোহেল পাটওয়ারী, আরিফ পাটওয়ারী, কাদির পাটওয়ারীর ছেলে রায়হান পাটওয়ারী ও চারু মাঝির ছেলে আকাশ মাঝিসহ তার ওপর অতর্কিত হামলা চালায়।
আহত আবুল হোসেন বরকন্দাজ জানায়, এসময় হামলা কারীরা তার সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা ও দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। তারা জোর করে তার টাকা নেয়ার সময় তিনি তা না দিতে চাইলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায। পরে জলিল ডাক্তারের ভাতিজা কবির,লালনসহ আরো কয়েকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।