স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজার যোগীপট্টিস্থ বলাকা প্লাস্টিক কারখানায় চুরি সংঘটিত হয়। চোরের দল প্রায় ৫ লক্ষাধিক টাকার কারখানার মটর, ডাইসসহ বিভিন্ন মেশিনারি যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১ জন আটক হলেও বিচারের স্বার্থে তাকে ছেড়ে দেয়া হয়। জানা যায় বিশিষ্ট ব্যবসায়ী আঃ লতিফ মিয়ার মালিকানাধীন প্লুট, গ্যালন, বদনাসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানাটি কয়েক মাস যাবত বন্ধ অবস্থায় ছিল। সে বন্ধ কারখানায় গত ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে কারখানার মূল্যবান যন্ত্রাংশ নিয়ে যাওয়ার সময় যোগীপট্টির পশ্চিম অংশের নদীর পাড় দিয়ে যাওয়ার পথে লোকজনের সন্দেহ হয়। তারা কিছু মালামালসহ স্থানীয় খালের দক্ষিণ পাড়ের বাসিন্দা সুমন (২০) নামে এক যুবককে আটক করে পুরাণবাজার বাতাসাপট্টিস্থ দেওয়ান ব্রাদার্সে নিয়ে আসে। তার স্বীকারোক্তি অনুযায়ী কারখানার মালিককে খবর দিলে মালিক তাৎক্ষণিক ছুটে আসেন এবং প্লাস্টিক কারখানায় গিয়ে দেখতে পান কারখানার মটরসহ প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রাংশ নেই। সে ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লাকে অবহিত করে। পাশাপাশি স্থানীয় প্রভাবশালী নেতা সালাউদ্দিন মোহাম্মদ বাবরকেও ঘটনা সম্পর্কে জানায়। এক পর্যায়ে আটককৃত সুমন তার সাথে থাকা বাকি চোরদের নাম বললেও তাদেরকে তাৎক্ষণিক ধরে আনা সম্ভব হয়নি। তবে চুরির সাথে জড়িতদের ধরার ব্যাপারে চেষ্টা চলছে বলে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।