স্টাফ রিপোর্টার: ॥
পুরাণবাজার বিশ্ববিদ্যালয় কলেজে অকৃতকার্য শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে না পেরে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিক্ষোভ করে ও কলেজের আসবাবপত্র ভাংচুর করে। তারা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিস রুম ঘেরাও করে এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশি প্রহরায় শিক্ষকরা কলেজ এলাকা ত্যাগ করে। এ সময় পুরান বাজার ফাঁড়ির পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে তাদেরকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়।
কলেজের শিক্ষার্থী, অভিভাবকরা ও শিক্ষকদের সাথে আলাপকালে জানা গেছে, পুরাণবাজার বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে যারা টেস্ট পরীক্ষায় ২ বিষয়ে অকৃতকার্য হয়। তাদের পরীক্ষায় অংশগহণের সুযোগ না দেওয়ায় তারা বৃহস্পতিবার কলেজে বিক্ষোভ করে এবং কলেজের কয়েকটি শ্রেণি কক্ষে ভাংচুর করে। অধ্যক্ষের কার্যালয়, উপাধ্যক্ষের কার্যালয় ও অফিস রুমের জানালার গ্লাস ভাংচুর করে ক্ষতি সাধন করে। এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সুযোগ দেওযায় ২-৩ বিষয় অকৃতকার্য শিক্ষার্থী ও গত ২০১৪ সালে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। সেসব ছাত্র-ছাত্রী ও দুপুরে কলেজ অধ্যক্ষের কাছে ফরম ফিলাপ করার অনুমতি চায়। অধ্যক্ষ দেলোয়ার আহমেদ কমিটির সিদ্ধান্তের বাইরে কাউকে অনুমতি দেওয়া যাবে না বলে জানান। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কলেজে ফরম ফিলাপের দাবিতে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে কলেজ অধ্যক্ষের কার্যালয় ও উপাধ্যক্ষ রতন কুমার মজুমদারের অফিসের ঘেরাও করে। শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ২ টা থেকে ৫টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে শিক্ষাথীদের লাঠিপেটা করে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেন। এব্যাপারে কলেজ অধ্যক্ষ দেলওয়ার আহমেদ বলেন কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এক বিষয়ে অকৃতকার্জদের ফরম ফিলাপের সুযোগ দেয়া হয়েছে। আর কাউকে সুযোগ দেয়া যাবে না। এটা কলেজ কর্তৃপক্ষের নির্দেশ।