স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্য শ্রীরামদী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশ থেকে এসব উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব মোল্লা।
উল্লেখ্য, পুরাণবাজার মধ্য শ্রীরামদী, বউ বাজার ও খালের দক্ষিণ পাড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি চলছে। ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে গুটি কয়েক নামধারী নেতার ছত্রছায়াতেই মাদক বিক্রেতারা মাদক বিক্রি করছে। পুলিশের অভিযানের কথা শুনলে বিভিন্ন স্থানে তারা মাদক রেখে পালিয়ে যায়।