চাঁদপুর শহরের পুরাণবাজার মমিনবাগে ৩ শতাধিক পরিবারের দেড় সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে ভয়াবহ জলাবদ্ধতায় ওই এলাকায় মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে বেড়েছে নানা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।
পুরাণবাজারের ডাকাতিয়া নদী তীরবর্তী ৪নং ওয়ার্ডের পুরাণবাজার-নতুনবাজার সেতু সংলগ্ন এলাকাটি মমিনবাগ (সাবেক বিরলা) নামে পরিচিত। এ এলাকায় ৩ শতাধিক পরিবারের দেড় সহস্রাধিক মানুষের বসবাস। পৌরসভা কার্যালয়ের খুব কাছাকাছি হওয়া সত্বেও এই এলাকার মানুষ অন্যান্য এলাকার চেয়ে অনেক সুবিধা বঞ্চিত।
আধুনিক সুযোগ সুবিধা তো দূরের কথা চলাচলের পাকা রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা এখন এই এলাকার মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টি হলেই হাঁটু অবধি পানি। এই এলাকা ডাকাতিয়া নদীর নিকটতম হলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকার দরুণ পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ঘরবন্দী হয়ে মানবেতর মতো জীবনযাপন করছে এই এলাকার মানুষ। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে জন্ম নিচ্ছে মশা মাছি। এছাড়া জমে থাকা নোংরা পানির কারণে দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয় ও জণ্ডিসের মতো পানিবাহিত রোগবালাই। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী জানান, বর্ষার মৌসুম আসলে এই এলাকা আর বসবাসযোগ্য থাকে না। জলাবদ্ধতা যেন এই এলাকার মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। শিশু, ছেলে-মেয়েরা বিদ্যালয়ে যেতে পারে না। পুরুষরা জীবিকার তাগিদে কাজ কর্মে যেতে পারছে না। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এছাড়া দীর্ঘদিনের জমে থাকা পঁচা পানির কারণে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছে আবালবৃদ্ধবণিতাসহ সব বয়সী মানুষ। বিশেষ করে শিশুদের দেখা দিয়েছে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগবালাই। এ অভিশাপ থেকে মুক্তি পেতে পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।