শাহরিয়ার খাঁন কোৗশিক ঃ
শহরের পুরাণবাজার রিফোজি কলোনির একটি কাব থেকে ৪ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে ফাঁড়ির পুলিশ। এসময় পুলিশ সন্দেহজনত খোকন নামের ১জনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার সময় গোপন সংবাদের ভিক্তিতে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিজান চালিয়ে এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্যগুলো পরিক্ষা-নিরিক্ষা করার জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় জরিত থাকার সন্দেহে ফাঁড়ির পুলিশ লোহার পোল থেকে দুপুরে মধ্যশ্রীরামদি এলাকার খোকন নামের এক মাংস বিক্রেতা করেছে। ফাঁড়ির ইনচাজ মাহাবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিফোজী কলোনির কাব ঘরটিতে বিস্ফোরকদ্রব্য রয়েছে, সাথে সাথে আমি সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিজান চালিয়ে কাব ঘরটির আড়ার উপর একটি কাপরের তৈরী বাজারের ব্যাগ দেখতে পাই। ব্যাগটির ভিতরে একটি খাকি রঙের কাগজের ঠোঙ্গার এবং একটি পলিথিনের ভেতর প্রায় চার কেজি বিস্ফোরকদ্রব্য ( বারুদ) পাওয়া যায়। তবে এ বিষয়ে সঠিক তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে ন।
আটক খোকন ওরফে কানা খোকন জানায়, প্রায় ৭মাস জাবত কাতারে থাকার পর ভালো কাজ না পওয়ায় ১মাস পূর্বে পুনরায় দেশে ফিরে লোহার পোল এরাকায় মাংস বিক্রি করছে। দুপুরে পরান বাজার ফড়ির এটিএসআই আলাউদ্দিন কোনো কারন ছাড়াই লোহার পোল থেকে আটক করে থানায় নিয়ে আসে। জন্মগত বাসস্থান মধ্যশ্রীরামদি হওয়ায় সেখানে বসবাস করার পরেও প্রকুত ঠিকানা বলার পরেও এটিএসআই আলাউদ্দিন শত্রুতাবসত থানার রেজিষ্টি খাতায় জোর পূর্বক তার ঠিকানা রিফোজি কলোনি লেখা হয়েছে। কারন বিস্ফোরন মামলায় কাউকে গ্রেফতার করতো না পেরে মামলায় জরিত করারা জন্য এই মিথ্যা ঠিকানা উল্যেখ করে পুলিশ। এদিকে আটককৃত সন্দেহভাজন খোকনকে বিস্ফোরন মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরোনের পস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।