স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরে পুরাণ বাজারের লোহার পুল থেকে শুরু করে পুরাণ ফায়ার সার্ভিস এলাকাসহ বিভিন্ন স্থানে মেইল ফ্যাক্টরী গুলোর কালো ধোয়া পরিবেশের জন্য ব্যাপক হুমকি হিসেবে দেখা দিয়েছে। সেই সাথে অনেক আন্দোলন সংগ্রামেও রাইসমিল গুলোর কালো ধোয়ার সাথে আকাশে ছাই উড়া বন্ধ হয়নি। এসব মেইল ফ্যাক্টরী গুলোর মালিক পক্ষ প্রশাসনের সম্মতিতে সকল উড়ন্ত ছাই এর বিরোদ্ধে ব্যাবস্থা গ্রহন করবে বলে মোচলেকা প্রদান করলেও প্রকৃত পক্ষেবেশির ভাগই মানছেনা তাদের দেওয়া প্রশাসনের নিকট ওয়াদার কথা। এসব কালো ধোয়ার সাথে আকাশে ছাই উড়া নিয়ে এ যাবৎ কালে অনেক আন্দোলন, সংগ্রাম, মানব বন্ধন, সভা সমাবেশ ও স্থানিয় পত্রিকায় বহু লেখালেখি হয়েছে। কিন্তু কোন কিছুতেই পারেনি রাইস মিল মালিক পক্ষের টনক নড়াতে। রাইস মিলের উড়ন্ত ছাই অনেক সাধারন লোকের মূল্যবান চোখ কেড়ে নিয়েছে। এদের মধ্যে ৫ নং নৌকা ঘাটএলাকার নৌকা চালক বহরিয়া লক্ষিপুর এলাকার বাসিন্দা নেওয়াজ ভুইয়ার চোখ রাইস মিলের ছাই চির তরে কেড়ে নিয়েছে। এ রকম অনেক প্রমান পাওয়া যায়। শুধু মাত্র ছাই চোখ ক্ষতি করছে তাই নয়, সেই সাথে পরিবেশেরও ব্যাপক ক্ষতি করছে। এসব বিষয়ে পরিবেশ বাদীরা নিরব ভুমিকা পালন করে আসছে।
পুরাণ বাজারের সুধি সমাজের অনেকে জানান, তারা পরিবেশ আন্দোলনের নামে অনেক সভা সেমিনার করলেও মূলত পরিবেশের সুবিধার্থে প্রকৃত ভুমিকা পালন করছেনা। তাদের চোখের সামনে দিয়ে বছরের পর বছর উড়ছে কালো ধোয়া ও উড়ন্ত ছাই। প্রতিনিয়ত এ এলাকা দিয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রি সহ বিভিন্ন ধরনের লোকজন যাতায়াত করছে। এসব মানুষের কথা চিন্তা করে যেন প্রশাসনের সু-দৃষ্টিতে বন্ধ হয় কালো ধোয়া ও উড়ন্ত ছাই।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।