
স্টাফ রিপোর্টার: চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডের জেলা পরিষদ যাত্রী ছাউনি মার্কেটের অভিষেক স্টোরের ব্যবসায়ী মোঃ মনোয়ার হোসেন মনু গাজী (৫৬) আর বেঁচে নেই। তিনি ২০ মার্চ শনিবার বেলা ৩টায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি…..রাজেউন। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে শামীম টেলিকমের স্বত্বাধিকারী ও পৌর মার্কেট মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শামিম সরকার নিশ্চিত করেছেন।
মরহুমের মৃত্যুতে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ও তার নিজ বাড়ি তরপুরচণ্ডী ইউনিয়নের তেঁতুলতলায় গভীর শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে তার পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয়রা ওই বাড়িতে ভিড় জমায়। ওই দিন রাত দশটায় তেতুলতলা বাইতুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে মনু গাজীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শোকপ্রকাশ: চাঁদপুর পুরাতন বাসষ্ট্যান্ড পৌরমার্কেট মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সাঈদ কবির পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী মনোয়ার হোসেন মনু গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মোনোয়ার হোসেন মনু গাজী সহজ সরল লোক ছিলেন। ব্যবসায়ীক জীবনে কারো সাথে কখনো মন মালিন্য না হয়নি।
চাঁদপুরনিউজ/এমএমএ/