স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর পুরানবাজারের রয়েজ রোডের বাসিন্দা কালো বাজারির হোতা রহমান মাঝির ছেলে আমিনুর জামান রতন(৩০) সহ ২ জনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক ২টি অভিযান চালিয়ে ৩৩ পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করে শুক্রবার আদালতে প্রেরন করেছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, নদীর চোরা কারবারি রহমান মাঝির ছেলে রতন ইয়াবা বিক্রির উদ্দেশ্রে সিএনজি যোগে যাওয়ার পথে গত বুধবার গভির রাতে পুরানবাজার রয়েজ রোড থেকে তাকে ২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। আটক রতনকে এর পূর্বে মডেল থানা ও পুরানবাজার ফাড়ির পুলিশ ডজনখানেক বার ইয়াবা ও পেথেডিন সহ তাকে আটক করে।জেল থেকে বের হয়ে এসে সে পুনরায় তার বাড়িতে বসে ইয়াবার ব্যবসা শুরু করে। এছাড়া বৃহস্পতিবার গভির রাতে মধ্য শ্রীরামদী ভাওয়াল বাড়িতে অবিযান চালিয়ে ধাম কামালের ফুফাতো ভাই মৃত নজরুল গাজির ছেলে ফারুক গাজী (২৪) কে ১৩ পিছ ইয়াবাসহ আটক করে। আটককৃত ফারুক গাজি জানায়, ভাওয়াল বাড়ির জামাইল্লা চোরার বউয়ের রোকেয়া বেগমের কাছ থেকে ইয়াবা নিয়ে বিক্রি করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করেছে।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।