স্টাফ রিপোর্টার: ॥
শহরের পুরানবাজারে ইয়াবা সম্প্রাট হোমিও লিটনকে ইয়াবা ও মদসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভির রাতে পুরানবাজার মমিনবাগ এলাকায় মদপান অবস্থায় ইয়াবা বিক্রী করা অবস্থায় এলাকাবাসি আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, পুরানবাজারের ইয়াবা সম্প্রাট হোমিও লিটন দির্ঘদিন যাবত গোপনে ইয়াবা বিক্রি করে আসছে। পুলিশ তাকে এর পূর্বে বেশ কয়েকবার ইয়াবাসহ আটক করেছে। সে জেল থেকে বের হয়ে আবারো ইয়াবা বিক্রি করে আসছে। পুরানবাজারে মাদক অনেকটা কমে গেলেও এই ইয়াবা সম্প্রাট হোমিও লিটন মাদক বিক্রি করার কারনে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাকে আটক করায় অনেকের মাঝে স্বস্থি ফিরে আসেছে। ইয়াবা সম্প্রাট হোমিও লিটনের বিরুদ্ধে পুলিশ মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরন করেছে।